আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমাদের দায়িত্ব হল দেশকে প্রাণ দিয়ে রক্ষা করা ll মন্ত্রী রতন লাল নাথ ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    রাজ্য সচিবালয় প্রাঙ্গণে শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি আরক্ষা বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন। জাতীয় পতাকা উত্তোলন করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব দেশকে প্রাণ দিয়ে রক্ষা করা। স্বাধীনতার শত্রুদের চিহ্নিত করা। ২০৪৭ সালের মধ্যে উন্নত আত্মনির্ভর ভারতবর্ষ গড়ার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী। এদিন তিনি আরও বলেন, আজ ৭৯ তম স্বাধীনতা দিবসে সচিবালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের সৌভাগ্য অর্জন করেছি। তেরঙা আজ আবারও আকাশ ছুঁয়ে আমাদের মনে করিয়ে দিল, স্বাধীনতা কেবল অর্জন নয়, এটি এক চিরন্তন দায়িত্ব। কৃষির মাঠ থেকে বিদ্যুতের আলো—প্রতিটি ক্ষেত্রেই আমরা গড়ে তুলব আত্মনির্ভর, শক্তিশালী ভারত। এ দিনটি আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের অঙ্গীকারকে এক সুতায় বেঁধে দেয়। 



    Akb tv news 

    15.08.2025

    3/related/default