নিজস্ব প্রতিনিধিঃ
দেশের নির্বাচন কমিশনের নয়া সিদ্ধান্ত। আধার
কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। নির্বাচন কমিশনের সিদ্ধান্তেই এবার
সায় দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এব্যাপারে শীর্ষ আদালত জানিয়ে দিল, আধার কার্ড কেবলই
পরিচয়পত্র। সেটা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হতে পারে না। কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে
সেটাই সঠিক। বিহারের স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে
সুপ্রিম কোর্টে। এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন
ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, “নির্বাচন কমিশনই ঠিক। আধারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র
হিসাবে গ্রহণ করা যায় না। এটা যাচাই করার প্রয়োজন পড়ে।” প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম
কোর্টই বিহারের নিবিড় সংশোধনে আধার কার্ড যোগ করার পরামর্শ দিয়েছিল নির্বাচন কমিশনকে।
কিন্তু কমিশন সেই পরামর্শ খারিজ করে জানিয়ে দিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ড
বা ভোটার কার্ড গ্রহণ করা যাবে না।
Akb tv news
12.08.2025