নিজস্ব প্রতিনিধিঃ
প্রামাণ্য নথি হিসাবে গণ্য হবে আধার কার্ড।
নাম বাদ গেলে করা যাবে আবেদন। এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে বিজ্ঞপ্তি বের করার
নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট।এর পাশাপাশি কেন নাম বাদ দেওয়া হয়েছে সেই কারণ উল্লেখ
করে তালিকা প্রকাশেরও আদেশ দিয়েছে শীর্ষ আদালত।বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি
জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। তাঁরা জানান, যে ৬৫ লক্ষ ভোটারের
নাম বাদ গিয়েছে তাঁদের নামের তালিকা প্রকাশ করতে হবে। কেন নাম বাদ গেল, সেই কারণও জানাতে
হবে কমিশনকে। এপিক নম্বরের ভিত্তিতে সার্চ করলেও যেন তথ্য পাওয়া যায় সেই ব্যবস্থা করতে
হবে। এছাড়াও স্থানীয় বিডিও এবং পঞ্চায়েত অফিসেও এই তালিকা টাঙাতে হবে।একইসঙ্গে
আমজনতাকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, চূড়ান্ত ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত
করার জন্য আবেদন করার ক্ষেত্রে আধার কার্ডও প্রামাণ্য নথি হিসাবে গৃহীত হবে। আগামী
মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশনকে এই পদক্ষেপগুলি করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম
কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
Akb tv news
14.08.2025