আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা সরকার এখনো মহারাজার স্বপ্নকে বাস্তবায়িত করছে।। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মহারাজা একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন। তাঁর চিন্তা ভাবনা আজকের তারিখেও প্রাসঙ্গিক। ত্রিপুরা সরকার এখনো মহারাজার স্বপ্নকে বাস্তবায়িত করছে। বিদ্যাপীঠ নিয়ে মহারাজা চিন্তাভাবনা করতেন। গ্রামিন বিশ্ববিদ্যালয় নিয়ে মহারাজা চিন্তা করেছিলেন। সেটাকে সামনে রেখে তিনি চেয়েছিলেন এখানে ম্যডিক্যাল কলেজ , জেনারেল কলেজ , ইঞ্জিনিয়ারিং কলেজ হউক। সেটাকে রাজ্য সরকার বাস্তবায়িত করছে। মঙ্গলবার আগরতলার কামান চৌমুহনি স্থিত জিরো পয়েন্টে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১৭ তম জন্ম বার্ষিকী পালনের অঙ্গ হিসেবে তাঁর প্রতিকৃতিতে পুস্পাজলি অর্পণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এদিন তিনি পরিষ্কার জানান পূর্ববর্তী কোন দল কিংবা সরকার মহারাজার ব্যাপারে কোন ধরনের কিছু করে নি। এমন কি মহারাজা যে সকল কাজ করে গেছেন তা যাতে জনগণ না জানতে পারেন সে ব্যবস্থাও তারা করেছেন বলে এদিন সাফ জানান মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। 



    Akb tv news  

    19.08.2025

    3/related/default