আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চুরি যাওয়া তিনটি বাইক ও স্বর্ণালংকার সহ আটক চার চোর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    চুরি যাওয়া তিনটি বাইক ও স্বর্ণালংকার সহ ৪ চোরকে আটক করতে সক্ষম হয়েছে পশ্চিম থানার পুলিশ। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডি পিও দেবপ্রসাদ রায়।তিনি বলেন, ছিনতাইবাজ ও বাইক চোরের একটি দল গত ১৬ই আগস্ট গভীর রাতে বর্ডার গোলচক্কর এলাকায় হানা দেয়। এই খবরটি আসে পশ্চিম থানার ওসি রানা চাট্যার্জির কাছে। খবর পেয়ে স্থানিয় থানার পুলিশ ও পশ্চিম থানার ওসি রানা চাট্যার্জি সেখানে যায়। তখন এদের কাছে ধারালো অস্ত্র থাকায় পুলিশের উপর আক্রমন করে। ঘটনায় রামনগর পুলিশ ফাঁড়ির  কনস্টেবল দীপক দেব আহত হন।পরবর্তী সময় পুলিশ দুজনকে আটক করে। এদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও দুজনকে আটক করা হয়। এদের কাছ থেকে চুরি যাওয়া তিনটি বাইক ও স্বর্ণালংকার উদ্ধার করা হয় বলে তিনি জানান। ধৃতরা হল- শাকিল মিয়া, মিন্টু রুদ্রপাল, জুটন মিয়া ও আকাশ দাস।




    Akb tv news  

    19.08.2025


    3/related/default