নিজস্ব প্রতিনিধি,
সম্ভবত ভারত বর্ষের মানচিত্র থেকেই মুছে যেতে পারে হিমাচল প্রদেশ। এমনই আশঙ্কা প্রকাশ করল দেশের সুপ্রিম কোর্ট। উত্তর ভারতের এই রাজ্যটির প্রাকৃতিক ভারসাম্য যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কথা মাথায় রেখেই এমন আশঙ্কা করছে শীর্ষ আদালত।শনিবার দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, কেবল রাজস্ব আদায়ের দিকে মন দিলে চলবে না। কেন্দ্র এবং রাজ্য সরকারকে প্রকৃতির দিকে নজর দিতে হবে। হিমাচল প্রদেশ হাই কোর্টের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে পিটিশন দায়ের হয় সুপ্রিম কোর্টে। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে হিমাচল প্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, নির্দিষ্ট কয়েকটি এলাকাকে গ্রিন এরিয়া বলে ঘোষণা করতে হবে। মূলত ওই এলাকাগুলির নির্মাণ শিল্পে রাশ টানতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সরকারি নির্দেশিকার বিরোধিতা করে হিমাচল প্রদেশ আদালতে আবেদন জমা পড়ে। সেই আবেদনে কোনও পদক্ষেপ করতে চায়নি উচ্চ আদালত।সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চে এই পিটিশনের শুনানি শুরু হয়। দুই বিচারপতির পর্যবেক্ষণ, “কেন্দ্র এবং রাজ্য উভয়কেই মনে করিয়ে দিতে চাই, রাজস্ব আদায় করাটাই সবকিছু নয়। প্রকৃতি এবং বাস্তুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে রাজস্ব আদায় করা যায় না।
Akb tv news
02.08.2025