আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আসাম রাইফেলস ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ১৫ই আগস্ট শুক্রবার ভারতবর্ষের ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। রাজ্যেও ঘটা করে এই দিনটি উদযাপন করা হবে। রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে রাজধানীর আসাম রাইফেল ময়দানে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানকে সামনে রেখে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে।সেখানে বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার আসাম রাইফেলস ময়দানে কুচকাওয়ার প্রদর্শনের চূড়ান্ত মহড়া প্রদর্শিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টিতে সেই মহড়া পন্ড হয়ে যায়। তবে রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর এদিন আসাম রাইফেল ময়দানে উপস্থিত ছিলেন এবং সকল ব্যাটেলিয়নের সদস্যদের সঙ্গে মিলিত হন।  কিছু  কিছু ভুল ত্রুটি  শুধরে দেওয়ার চেষ্টা করেন তিনি। প্রসঙ্গত এই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ১৬ টি প্লেটুন কুচকাওয়াজে অংশগ্রহণ করবে । সেখানে বিভিন্ন বাহিনীর পাশাপাশি সিভিল ডিফেন্স, আসাম রাইফেল স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করবে। সাংবাদিকদের মুখোমুখি হয় পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর বলেন, এদিন বৃষ্টির জন্য পুরো ড্রেস রিহার্সাল  অনুষ্ঠিত করা যায়নি। তবে গত ২০ দিন ধরেই তারা প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান তাদের ভেতরে জোশ রয়েছে। আগামী শুক্রবার ভালই প্যারেড অনুষ্ঠিত হবে ।  



    Akb tv news  

    13.08.2025

    3/related/default