আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জায়গা সম্পত্তি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সঙ্কটজনক অবস্থা এক দম্পতির।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    জায়গা সম্পত্তি নিয়ে ছোট ভাই ও তার স্ত্রী’কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার অভিযোগ উঠল শিবু দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উদয়পুর মহকুমার বনদুয়ার এলাকায়।  আশঙ্কাজনক অবস্থায় গোমতী জেলা হাসপাতালে আনা হয় দেবু দাস এবং তার স্ত্রী অনিতা দাসকে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিবু দাস পলাতক বলে জানা গেছে।মঙ্গলবার রাতে উদয়পুর মহকুমার বনদুয়ার এলাকায় পারিবারিক ঝগড়ার জের ধরে রক্তাক্ত হয় স্বামী দেবু দাশ ও স্ত্রী অনিতা দাশ।এদিন রাতে পারিবারিক জায়গা সম্পত্তি নিয়ে দেবুর সঙ্গে তার বড় ভাই শিবু দাশের তুমুল জগরা হয়। এক সময় শিবু দাসের ছুরির আঘাতে রক্তাক্ত হয় দেবু দাশ ও তার স্ত্রী অনিতা  দাশ। দীর্ঘ দিন ধরে তাদের মধ্যে জায়গা নিয়ে ঝামেলা চলছিল বলে জানা গেছে। এনিয়ে মঙ্গলবার রাতে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয়।এক সময় দেবুকে খুন করার জন্য তার ভাই শিবু ঘর থেকে ছুরি নিয়ে এসে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তখন স্বামীকে বাঁচানোর জন্য ছুটে আসে স্ত্রী অনিতা দাশ। তাকেও আঘাত করা হয়।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক কর্মীরা।এদেরকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে।এদিকে, খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে।এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।



     Akb tv news  

    13.08.2025


    3/related/default