নিজস্ব প্রতিনিধিঃ
৭ই
আগস্ট বৃহস্পতিবার জাতীয় হ্যান্ডলুম দিবস। এবছর ১১তম জাতীয় হ্যান্ডলুম দিবস। এই উপলক্ষে
এদিন আগরতলার প্রজ্ঞা ভবনে হস্তচালিত তাঁত, নারী ক্ষমতায়ন, জাতির ক্ষমতায়ন বিষয়ক
এক কর্মশালার আয়োজন করা হয়। আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজ্যের হস্ততাঁত উন্নয়ন দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন দফতরের
সচিব সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন
মন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন,
রাজ্যের হস্তচালিত তাঁত শিল্পের বিভিন্ন বস্ত্র আরও উন্নত করার জন্য রাজ্য সরকার
কাজ করছে। সেক্ষেত্রে গ্রামের সাধারন মানুষকে যদি উন্নত না করতে পারি তাহলে
ত্রিপুরার কোন দিন উন্নতি হবে না। তার জন্য গ্রামীণ হস্ততাঁতকে চাঙ্গা করার একটা
রাস্তা আছে। বেশির ভাগ ক্ষেত্রে আমাদের গ্রামের লোকেরাই তাঁত শিল্পের সঙ্গে জড়িত
বলে তিনি জানান।
Akb tv news
07.08.2025