আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিহারের গোটা এসআইআর বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    নয়া পদক্ষেপ দেশের শীর্ষ আদালতের l বিহারের গোটা এসআইআর বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিল দেশের সুপ্রিম কোর্ট! সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন যদি বিহারের এসআইআর নিয়ে কোনও অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বাতিল করা হবে বিহারের নিবিড় সংশোধনের প্রক্রিয়া। এই মামলায় আগামী ৭ই অক্টোবর ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।এদিন শুনানি চলাকালীন শীর্ষ আদালতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, “নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত সংস্থা। আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে। কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনওরকম কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে।” তবে আপাতত বিহারে এসআইআরে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত।








    akb tv news 
    15.09.2025
    3/related/default