নিজস্ব প্রতিনিধি,
আসন্ন শারদীয়া দুর্গোৎসব। উৎসবের পর শহর জুড়ে শুরু হবে প্রতিমা নিরঞ্জন পর্ব। আর সেই লক্ষ্যে বৃহস্পতিবার দশমীঘাট এলাকা পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।পরিদর্শন শেষে মেয়র বলেন, আগরতলার বেশিরভাগ দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জন এই দশমীঘাটেই করা হয়। তাই এখানে ভিড়ও থাকে সর্বাধিক।এবছরও নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে। আলোর ব্যবস্থা থেকে শুরু করে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও যানবাহন নিয়ন্ত্রণ— সব ক্ষেত্রেই পুর নিগম সক্রিয় ভূমিকা নেবে। শহরবাসীর সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের অন্যান্য দপ্তরের সঙ্গেও সমন্বয় করা হবে বলে তিনি জানান।
akb tv news
11.09.2025