আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমার কাছে তো সারা জীবনই বাঁশের একটা গুরুত্ব থাকবে ।। বিশ্ব বাঁশ দিবসে বন মন্ত্রী অনিমেশ দেব্বর্মা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ১৮ই সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস।বিশ্ব বাঁশ দিবস এই দ্রুত বর্ধনশীল উদ্ভিদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। এই দিনটি বিশ্বব্যাপী বাঁশের গুরুত্বকেও স্বীকৃতি দেয়।এদিন শিল্প ও বানিজ্য দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন প্রজ্ঞা ভবনের এক নং হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য দফতরের মন্ত্রী শান্তনা চাকমা, রাজ্যের বন মন্ত্রী অনিমেশ দেব্বর্মা ও প্রশাসনিক আধিকারিক শৈলেশ কুমার যাদব সহ উভয় দফতরের আধিকারিকরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শান্তনা চাকমা সহ উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেশ দেব্বর্মা তার ভাষণে বলেন, বাঁশ কিন্তু দুই ধরনের থাকে। একটি হল খাওয়ার জন্য বাঁশ। আরেকটি হচ্ছে ইন্ডাষ্ট্রির জন্য বাঁশ। আমার কাছে তো সারা জীবনই বাঁশের একটা গুরুত্ব থাকবে। তাই আমাদের জন্য বাঁশ খুব জরুরি। কারন বাঁশ দিয়ে রকমারি মাংস রান্না করা হচ্ছে। আগে একটা জনমনে প্রথা বা বিশ্বাস ছিল যে উপজাতিরাই কেবল বাঁশ করুল খায়। এখন কিন্তু তা আর উপজাতিদের মধ্যে নেই। এখন সবাই বাঁশ করুল খায় বলে তিনি জানান।এদিন মন্ত্রী শান্তনা চাকমাও বাঁশের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। 






    akb tv News 

    18.09.2025

    3/related/default