নিজস্ব প্রতিনিধিঃ
বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন।বিহারের ভোটে
জিততে মোদি-নীতীশদের ভরসা সেই খয়রাতি। ভোটের
মাত্র মাস দু’য়েক আগে বিহারের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবার থেকে বিহারের ২০-২৫ বছর
বয়সি সব বেকার যুবক-যুবতী মাসিক ১ হাজার টাকা করে ভাতা পাবেন। দু’বছর পর্যন্ত রোজগার
না পেলে ওই ভাতা দেওয়া চলবে।বিহারে বিধানসভা ভোটের মুখে একাধিক জনমুখী প্রকল্প
ঘোষণা করছেন নীতীশ। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা
করেছেন তিনি। যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনের কথাও ঘোষণা করেছেন
জেডিইউ সুপ্রিমো। এছাড়াও দ্বাদশ উত্তীর্ণদের ৪০০০ টাকা এবং স্নাতকদের ৬০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। রাজ্যের
সম্ভাবনাময় তরুণদের ‘ইন্টার্নশিপ’ হিসাবে এই অর্থ দেওয়া হবে। এর আগে বিধবা ও বয়স্কদের
পেনশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেছিলেন নীতীশ।
যা ৪০০ টাকা থেকে বাড়িয়ে ১১০০ টাকা করা হয়েছে।
akb tv News
18.09.2025