নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার আগরতলা শহরের বর্তমান যানজট সম্পর্কিত পরিস্থিতি নিয়ে এক উচ্চপর্যায়ের
বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন বৈঠকের সভাপতিত্ব করেন তিনি। বৈঠকে মুখ্যমন্ত্রী
আসন্ন দুর্গাপূজার আগে আগরতলা শহরকে যানজটমুক্ত
করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার
ওপর জোর দেন।বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা, পুলিশের
মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, সচিব অভিষেক সিং, রাজ্যের স্বাস্হ্য সচিব কিরণ গিত্তে,
পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডা. বিশাল কুমার, ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গির ও
পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
Akb tv news
06.09.2025

