বিশ্বের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। ফলে বয়স্কদের স্বাস্থ্যের কথা চিন্তা করে এ বছর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের থিম রাখা হয়েছে "স্বাস্থ্যকর বার্ধক্য", যা মূলত দুর্বলতা ও পতন প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্বের উপর জোর দেয়।
বিশ্ব ফিজিওথেরাপি সংস্থা এই থিমের অধীনে বার্ধক্য প্রতিরোধে ফিজিওথেরাপির ভূমিকা তুলে ধরে আজকের দিনটি পালন করছে। আজকের দিনটিকে সামনে রেখে দা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স যৌথ উদ্যোগে আগরতলা শহরে এক সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন করে। এই সচেতনতামূলক শোভাযাত্রার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগত করা এবং মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন সেই বিষয়টা তুলে ধরা।
আজকের এই সচেতনতামূলক শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ, তাছাড়া উপস্থিত ছিলেন দা ইন্ডিয়ান এসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখার মুখ্য উপদেষ্টা সুজিত রায় সহ অন্যান্যরা।
আজকের এই শুভযাত্রাটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।