নিজস্ব প্রতিনিধি:
রবিবার মহাষষ্ঠী। এই দিনে মা দূর্গা স্বপরিবার নিয়ে বাপের বাড়িতে আসেন।তিন
দিন থাকার পর বিজয়া দশমীর দিনে মহিষাসুরকে
বধ করে বলে কথিত আছে।তিথি অনুসারে শনিবার সন্ধ্যা রাতেই শুরু হয়েছে ষষ্ঠী পুজো।দেবী
দুর্গার শতাধিক ষষ্ঠাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা রবিবার বিভিন্ন পূজা মন্ডপে অনুষ্ঠিত
হয়।মা এলেন মর্তে।এই আনন্দে মেতে উঠেছে সকলে। দেখতে দেখতে কেটে যাবে তিনদিন। এরপরই
মা চলে যাবেন বাপের বাড়ি থেকে শ্বশুড় বাড়িতে।
akb tv news
28.09.2025