নিজস্ব প্রতিনিধি:
বিকশিত ভারতে শিশু বিক্রি, এটা হল বিজেপির উন্নয়নের আসল চিত্র। রবিবার সংবাদ
মাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদিপ রায়
বর্মন।প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিশু বিক্রির
ঘটনা প্রতিদিনই খবরের কাগজ ও সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি।এর মানে মানুষের কাছে এখন
টাকা নেই। মানুষের কাজ নেই, অর্থ নেই, খাদ্য নেই।তাই শিশু বিক্রি করতে বাধ্য হচ্ছে।
কারন শিশুকে দুধ খাওয়াতে পারছে না। দুধ কিনতে পারছে না , তাই শিশু বিক্রির ঘটনা ঘটছে।
যা প্রচণ্ড হৃদয় বেদনা দায়ক বলে তিনি উল্লেখ করেন।
akb tv news
28.09.2025