নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শুক্রবার দুপুরে
বটতলা থেকে দশীমঘাট পর্যন্ত ড্রেনের কাজ খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার।এদিন মেয়রের
সঙ্গে স্থানীয় কাউন্সিলর সহ পুর নিগমের অন্যান্য আধিকারিকরা ছিলেন।পরিদর্শন কালে মেয়র
জানান,বটতলা শিববাড়ি থেকে দশমিঘাট পর্যন্ত পূর্ত দফতরের অধিনে ড্রেনের যে কাজ গুলি
চলছে সেই কাজ গুলি আজ পরিদর্শন করি।আসন্ন দূর্গোৎসব। এই রাস্তা দিয়ে সকল মানুষ যাতায়াত
করবে,প্রতিমা নিরঞ্জন হয় দশমিঘাটে। তাই আজ দেখতে এসেছি যে কাজের অগ্রগতি কতটা হয়েছে।
সেব্যাপারে কাজের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান।
Akb tv news
05.09.2025