ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার ব্যবস্থাপনায় শুক্রবার আগরতলাস্থিত শ্রম ভবন প্রাঙ্গনে বেসরকারি সংস্থায় নিয়োগের উদ্দেশ্যে জবফেয়ার অনুষ্ঠিত হয়। বিভিন্ন পদে মোট ৯৯ টি শূন্যপদ এদিন এই জব ফেয়ারের মাধ্যমে পূরণ করা হয়। ৭০০০ টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন ক্রমে এই শূন্য পদগুলিতে লোক নিয়োগ করা হয়। প্রার্থীদের আনুষঙ্গিক দস্তাবেজ ইন্টারভিউর সময় পরীক্ষা করার মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হয়। এ ব্যাপারে এদিন সংবাদ মাধ্যমে অবগত করেন দফতরের অধিকর্তা এ সাহা। তিনি জানান বেসরকারি কোম্পানির পক্ষ থেকে লক নিয়োগের ব্যাপারে জানালে দফতর এই ব্যাপারে বিজ্ঞপ্তি দেয়। এরই পরিপ্রেক্ষিতে সে সকল সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানির তরফে এই নিয়োগ র্যা লিতে এদিন উৎসাহী বেকারদের মধ্যে থেকে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।এই নিয়োগ র্যা লিতে প্রচুর সংখ্যক উৎসাহী যুবক যুবতি অংশগ্রহণ করে।
akb tv News
19.09.2025

