আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘আজকের ভাষা’ সাহিত্য পত্রিকার একাদশতম শারদ সংখ্যার আবরণ উন্মোচনঃআরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    ২৪শে সেপ্টেম্বর ‘আজকের ভাষা’ সাহিত্য পত্রিকার ২৪তম বর্ষ একাদশতম শারদ সংখ্যার আবরণ উন্মোচন হল সম্পাদক দীপেন নাথ শর্মা'র বাড়ির বৈঠকখানায়।

    আবরণ উন্মোচন করেন রাজ্যের প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোপাল সিং, সাহিত্য পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সদস্যা গীতা নাথশর্মা এবং সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট লেখক প্রিয়তোষ ঘোষ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট কবি প্রণব চৌধুরী, বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী সৌর প্রতিম শর্মা, কবি সুব্রত আচার্য্য, শিক্ষিকা ও কবি সুমিতা রায়, শিক্ষক কবি সুদীপ পাল, কবি গৌতম অধিকারী, কবি সুব্রত দেব এবং আরও অনেকে। এদিন সন্ধ্যায় কবিতা পাঠ, সাহিত্য সাংস্কৃতিক আলোচনা ও সান্নিধ্য সব মিলিয়ে এক সৃজনশীল বীজ বপন হলো সাহিত্য ঘেরা পরিবেশে। 



    আরশিকথা ত্রিপুরা সংবাদ
    ২৪শে সেপ্টেম্বর ২০২৫

     

    3/related/default