২৪শে সেপ্টেম্বর ‘আজকের ভাষা’ সাহিত্য পত্রিকার ২৪তম বর্ষ একাদশতম শারদ সংখ্যার আবরণ উন্মোচন হল সম্পাদক দীপেন নাথ শর্মা'র বাড়ির বৈঠকখানায়।
আবরণ উন্মোচন করেন রাজ্যের প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোপাল সিং, সাহিত্য পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সদস্যা গীতা নাথশর্মা এবং সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট লেখক প্রিয়তোষ ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট কবি প্রণব চৌধুরী, বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী সৌর প্রতিম শর্মা, কবি সুব্রত আচার্য্য, শিক্ষিকা ও কবি সুমিতা রায়, শিক্ষক কবি সুদীপ পাল, কবি গৌতম অধিকারী, কবি সুব্রত দেব এবং আরও অনেকে। এদিন সন্ধ্যায় কবিতা পাঠ, সাহিত্য সাংস্কৃতিক আলোচনা ও সান্নিধ্য সব মিলিয়ে এক সৃজনশীল বীজ বপন হলো সাহিত্য ঘেরা পরিবেশে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৪শে সেপ্টেম্বর ২০২৫




