নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্বে
শান্তি ফেরাতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই অনুসারে শুল্ক অস্ত্রেই
সিলমোহর দিলেন তিনি। রীতিমত গর্বের সঙ্গে ট্রাম্প জানালেন শুল্ক অস্ত্র প্রয়োগ না করলে
এখনও যুদ্ধে মেতে থাকত বহু দেশ। এ প্রসঙ্গে অতীতের ভাঙা রেকর্ড ফের চালিয়ে ট্রাম্প
বলেন, ভারত-পাক যুদ্ধ এই শুল্ক অস্ত্রের জেরেই বন্ধ হয়েছে।সোমবার হোয়াইট হাউসে
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যদি আমার কাছে শুল্ক আরোপের
ক্ষমতা না থাকত, তাহলে ৭টি যুদ্ধের মধ্যে ৪টি যুদ্ধ এখনও চলমান থাকত।” এরপরই ভারত-পাক
যুদ্ধের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানের সংঘাতের বিষয়টি দেখুন। তারা
ধীরে ধীরে ভয়ংকর যুদ্ধের দিকে এগোচ্ছিল। ৭টি বিমানকে গুলি করে নামানো হয়। শুল্ক চাপানোর
হুমকির জেরেই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।” ট্রাম্প জানান, “আমি তাদের ঠিক কী বলেছি
তা এখানে বলতে চাই না। তবে আমি যা বলেছিলাম তা ভীষণই কার্যকর ছিল।” এরপরই ট্রাম্পের
দাবি, “এই শুল্ক আরোপ আমেরিকাকে শুধু আর্থিক সুবিধা দেয়নি বরং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায়
সাহায্য করেছে।
akb tv news
07.10.2025

