নিজস্ব প্রতিনিধিঃ
মার্কিন প্রেসিডেন্টের নয়া হুশিয়ারি। ভারতের
উপর বিপুল শুল্কের ভার জারি থাকবে, যতক্ষণ না রুশ তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। আসমুদ্র
হিমাচলে আলোর উৎসবের দিন এই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সকালে প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ১-এ সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি
আর করবেন না। যদিও নয়াদিল্লি এখন অন্য কথা বলছে। সেক্ষেত্রে ভারতকে বিপুল কর দিতে হবে।
সাংবাদিক সম্মেলনে ভারতের উপর চাপানো শুল্ক এবং রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন
করা হয়। তখনই তিনি বলেন, নরেন্দ্র মোদী বলেছিলেন যে রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না।”
akb tv news
20.10.2025

