আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পাঞ্জাবে গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকান্ড।। আতঙ্কিত যাত্রীরা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সাত সকালে পাঞ্জাবে গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শনিবার সকালে অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসের কয়েকটি কামরায় আচমকা আগুন লেগে যায়। এরফলে দাউ দাউ করে জ্বলতে থাকে কামরা। সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুলস্থূল পড়ে যায় স্টেশন চত্বরে। দ্রুত পদক্ষেপ নেয় রেল। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনটি উত্তর রেলওয়ে জোনের আওতাধীন। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ সিরহিন্দ স্টেশনে ট্রেনটি আগুন দেখতে পারেন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায়। রেল কর্তৃপক্ষ সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে বার করে নিয়ে আসে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ।






    akb tv news 

    17.10.2025 


    3/related/default