নিজস্ব প্রতিনিধিঃ
রঞ্জিত নগর অখন্ড পঞ্চবটি মন্দিরটি একটি স্থায়ী মন্দিরে স্থানান্তরিত করার
জন্য দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর।এটি একটি বহু পুরনো ঐতিয্যবাহী কালি মন্দির। সেই
দাবি মোতাবেক রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার একটি স্থায়ী মন্দির তৈরি করে
দেন সেই এলাকায়।অবশেষে এলাকাবাসীর সেই দাবি পূরণ হল। রবিবার এই মন্দিরটির আনুষ্ঠানিক
উদ্বোধন করা হবে। সেই অনুসারে শনিবার এই এলাকা ও মন্দিরটি ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার।সঙ্গে
ছিলেন ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব ও রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
এদিন মেয়র জানান, প্রতি বছর চৈত্র মাসে এই মন্দিরে বাৎসরিক কালী পূজা করা হয়। আগামী
চৈত্র মাসে এই মন্দিরে একটি পাথরের স্থায়ী মূর্তি বসানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি
জানান।
akb tv news
18.10.2025