আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিশু মৃত্যুর জেরে এবার সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    অতি সম্প্রতি কফ সিরাপের জেরে ভারতে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় এবার নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে তৈরি তিনটি সংস্থার কফ সিরাপের বিরুদ্ধে জারি করা হয়েছে সতর্কবার্তা। এই তালিকায় রয়েছে ‘ঘাতক’ কফ সিরাফ ‘কোল্ডরিফ’। যার জেরে দেশের মধ্যপ্রদেশ ও রাজস্থানে কমপক্ষে ২২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।এছাড়াও এই  তালিকায় রয়েছে রেসপিফ্রেশ টিআর ও রিলাইফ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, কোল্ডরিফ, রেসপিফ্রেশ টিআর ও রিলাইফ এই ৩টি কফ সিরাপ প্রস্তুতকারী সংস্থা হল শ্রীসান ফার্মাসিউটিক্যালস, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস এবং শেপ ফার্মা। নিম্নমানের এই কফ সিরাপগুলি শিশুদের জন্য মারাত্মক অসুস্থতার কারণ হতে পারে। দেশের কোথাও যদি এই সিরাপগুলি দেখা যায়, তাহলে তা অবিলম্বে স্বাস্থ্য সংস্থাগুলিকে জানানোর নির্দেশ দিয়েছে WHO। এক রিপোর্টে বলা হয়েছে, এই ওষুধগুলি অত্যন্ত বিপজ্জনক, এবং এগুলি শিশুদের প্রাণহানীর কারণ হতে পারে। এদিকে দেশের স্বাস্থ্য সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ WHO-কে জানিয়েছে, গত সপ্তাহে এই সিরাপ খাওয়ার কারণে ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। যাদের বয়স ৫ বছরের কম। CDSCO হু-কে আশ্বস্ত করে জানিয়েছে, বিপজ্জনক এই সিরাপগুলি ভারত থেকে কোথাও রপ্তানি করা হয়নি এবং অবৈধভাবে রপ্তানিরও কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে।




    akb tv news 

    14.10.2025 

    3/related/default