নিজস্ব প্রতিনিধিঃ
গত দু’দিন আগে রাজধানীর বিজয় সংঘস্থিত পুকুরপাড়ের পার্থ লস্করের বাড়ি
থেকে ও রাম ঠাকুর বালিকা বিদ্যালয় থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা
সহ দুই চোরকে ধরতে সক্ষম হল পূর্ব থানার পুলিশ। মঙ্গলবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের
সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।তিনি জানান, গত ১৩ই
অক্টোবর সকালে আমাদের কাছে খবর আসে যে রাম ঠাকুর গার্লস স্কুলে চুরি হয়েছে। আমরা অভিযোগ
পায় যে চোরেরা স্কুলের ভিতরের গেইটের তালা খুলে ভিতরে প্রবেশ করে আলমিরার তালা ভেঙ্গে
নগদ ২৫,০০০ টাকা নিয়ে গেছে। ঠিক এর আগের দিন বনমালীপুরের পার্থ লস্করের বাড়িতে চুরি
হয়েছে। এরপর পার্থ লস্করের বাড়িতে ভিডিও ফুটেজ পেয়ে আমরা সেই ফুটেজ দেখে রাজীব নামে
এক চোরকে চিহ্নিত করি। তাকে সোমবার গভীর রাতে কামান চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করি।তাকে
জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা দীপক বসাক নামে অপর এক চোরকে আটক করেছি বলে তিনি জানান।
akb tv news
14.10.2025

