আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়ার আর্জি সুপ্রিম কোর্টে।। AKB TV News

    আরশি কথা



     



    নিজস্ব প্রতিনিধিঃ    

    আসন্ন দীপাবলি উৎসব। এই উৎসবে দিল্লি সংলগ্ন ন্যাশনাল ক্যাপিটাল রিজওন এলাকায় পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়ার আর্জি জানানো হল সুপ্রিম কোর্টে। কেন্দ্র ও এনসিআরের তরফে শুক্রবার সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আবেদন করেন। প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মেহতার আবেদন, এনসিআর এলাকায় দেওয়ালিতে রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অন্তত পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হোক। বেঞ্চকে দুই শর্তে দুই ঘণ্টা বাজি পোড়ানোর আবেদন জানিয়েছেন মেহতা। প্রথমটি হল ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের অনুমোদিত পরিবেশ বান্ধব বাজি তৈরি, বিক্রি ও পোড়ানো। অন্যদিকে, দিল্লি সরকার, এনসিআর কর্তৃপক্ষ এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশনকে দায়িত্ব দিক, যাতে কোনও আপত্তিকর বাজি উৎপাদন, বিক্রি অথবা পোড়ানো না হয়। মেহতার যুক্তি, ছোটদের অন্তত দুটো দিন বাজি পুড়িয়ে উৎসবের আনন্দ উপভোগ করতে দেওয়া যেতে পারে।






    akb tv news 

    11.10.2025

    3/related/default