নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার নয়াদিল্লির ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা' এবং 'ডাল জাতীয় ফসলে আত্মনির্ভরতার মিশন' চালু করেছেন। এদিন রাজধানীতে রাজ্যের কৃষি ও কৃষক কল্যান দফতর প্রধানমন্ত্রীর এই লাইভ স্ট্রিমিং অনুষ্ঠান দেখার আয়োজন করে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ সহ দফতরের অন্যান্য আধিকারিকরা। স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, 'প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা' এবং 'ডাল জাতীয় ফসলে আত্মনির্ভরতার মিশনের জন্য প্রধানমন্ত্রী ১০০টি জেলা নির্বাচিত করেছেন। তার মধ্যে আমাদের রাজ্যের উত্তর জেলাকে
চিহ্নিত করেছেন তিনি। সেখানে একটু কম আছে আমাদের উৎপাদন। এখন এই প্রকল্প গুলির মাধ্যমে সেখানে উন্নয়ন করা হবে বলে তিনি জানান।
akb tv news
11.10.2025