আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রথমবার মহিলা প্রধানমন্ত্রী পেল জাপান।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এই প্রথমবার মহিলা প্রধানমন্ত্রী পেল জাপান। তিনি হলেন বছর চৌষট্টির সানায়ে তাকাইচি। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। বসবেন দেশের প্রধানমন্ত্রীর কুরসিতে। জাপানের রাজনীতিতে সানায়ে তাকাইচির উত্থান বেশ তাৎপর্যপূর্ণ। কলেজ জীবনে ছিলেন তিনি ড্রামার। তারপর ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে রোল মডেল করে। পুরুষ আধিপত্যের মাঝে নিজেকে ‘লৌহমানবী’ হিসেবে প্রতিষ্ঠা করার কাজটা সহজ ছিল না মোটেই। এই মুহূর্তে জাপানে ক্ষমতাসীন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি বা LDP-তে তাকাইচির মত যোগ্য নেতার সংখ্যা নগণ্যই। তাই দলীয় ভোটাভুটিতেও নিজের দলের দু’জনকে হারিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রীর পদটি ছিনিয়ে নিয়েছেন। একদা আভ্যন্তরীণ সুরক্ষা এবং অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তাকাইচি।






    akb tv news 

    04.10.2025

    3/related/default