নিজস্ব প্রতিনিধিঃ
গাজায় শান্তি ফেরাতে উদ্যোগী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। হামাসও ট্রাম্পের এই পরিকল্পনায় আংশিক সম্মতি জানিয়েছে। তাঁর এই উদ্যোগের
ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।শনিবার প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন গাজায় শান্তি
ফেরানোর উদ্যোগের জন্য। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি বলেন, “গাজায় শান্তি
ফেরানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
বন্দিদের মুক্তি দেওয়ার ইঙ্গিত একটা বিশাল পদক্ষেপ। শান্তি ফেরানোর জন্য সব রকমের
উদ্যোগকে ভারত স্বাগত জানাবে।”প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতেও ট্রাম্পের
গাজায় শান্তি ফেরানোর পরিকল্পনায় সমর্থন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইজরায়েল ও প্যালেস্তাইনের জন সাধারনের জন্য দীর্ঘস্থায়ী ও স্থিতিস্থাপক শান্তির
পথে উদ্যোগ বলে উল্লেখ করেন তিনি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্টকে ট্রাম্প
তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মেও শেয়ার করেন।
akb tv news
04.10.2025

