আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দীপাবলির দিন ইন্দ্রনগরস্থিত সন্তান সংঘ কালীবাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ২০ অক্টোবর সোমবার দীপাবলি উৎসব। এদিন রাজধানীর ইন্দ্রনগরস্থিত সন্তান সংঘ কালীবাড়িতে গিয়ে মায়ের উদ্দেশ্যে পুজো দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।পাশাপাশি এদিন তিনি দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্রও বিতরন করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দলের রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ দলের অন্যান্য নেতৃত্বরা। পূজা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের দিনটিকে আলোর দিবস বলা হয়। এর ইতিহাস আমরা সবাই জানি। সেই উপলক্ষ্যে ইন্দ্রনগরে যে কালি মন্দির আছে, সেখানে পুজো দিলাম। দীপাবলি উপলক্ষ্যে আমাদের ত্রিপুরায় ও পশ্চিমবঙ্গে শুধু কালি পুজা হয়, আর কোন জায়গায় হয় না। আজকে মাতা ত্রিপুরা সুন্দরি মন্দিরেও যাব বলে তিনি জানান।  






    akb tv news 

    20.10.2025 

    3/related/default