নিজস্ব প্রতিনিধিঃ
উৎসবের মাঝে রক্তদান অনেক তাৎপর্যপূর্ণ। সোমবার একথা বলেন মেয়র দীপক মজুমদার। উল্লেখ্য নেশা মুক্ত ত্রিপুরার স্বপ্নকে বাস্তবায়িত করতে নেশার মাঠে নয়, খেলার মাঠে চলো এই স্লোগানকে সামনে রেখে এবছর শ্যামা মায়ের পূজায় ব্রতী হয়েছে মাস্টার পাড়া, টাউন প্রতাপগড়ের ফ্রেন্ডশীপ প্লে-সেন্টার যুবক বৃন্দ। পাশাপাশি সামাজিক কর্মসূচিতে মাথায় রেখে সোমবার আয়োজন করে এক রক্তদান শিবিরের। উক্ত শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি রক্তদানের সম্পর্কে বলতে গিয়ে বলেন এ ধরনের রক্তদান শিবির চাহিদা ও যোগানের ভিতরে ভারসাম্য বজায় রাখে। পাশাপাশি উৎসব মরশুমে কিছুটা রক্তস্বল্পতা দেখা দেয় সেদিকে লক্ষ্য রেখে এ ধরনের রক্তদান শিবির খুবই তাৎপর্যপূর্ণ ।
akb tv news
20.10.2025

