নিজস্ব প্রতিনিধিঃ
পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদের খামখেয়ালিপনা এবং কান্ড জ্ঞানহীনতার জন্য দশ থেকে বারো দিন ধরে দুইটি গ্রামে পানীয়জল নেই। গ্রামে পানীয়জল সরবরাহ স্বাভাবিক না থাকায় গোটা দুইটি গ্রামে পানীয়জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। গ্রামবাসীরা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কয়েকবার জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা পানীয়জলের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। ঘটনা কৈলাসহরের গোলকপুর এলাকায়। অবরোধকারী গ্রামবাসীরা জানান যে, গোলকপুর এডিসি ভিলেজের এক নং ওয়ার্ড এলাকায় এবং সরোজিনী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের হালাইছড়া গ্রামে বিগত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে পানীয়জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। গ্রামবাসীরা স্থানীয় পাম্প অপারেটর সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কয়েকবার জানানোর পরও কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। গ্রামবাসীরা স্থানীয় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের আধিকারিকদেরও কয়েকবার জানানোর পরও দপ্তরের আধিকারিকরা কোনো ধরনের কার্যকরী ভুমিকা নেয়নি। অগত্যা তারা কোন উপায় না পেয়ে এদিন রাস্তা অবরোধ করে।
akb tv news
07.10.2025