নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জনজাতি মহিলা ও পুরুষ তিপ্রা মথা দলে যোগদান করেন। সিপি আই
এম, কংগ্রেস, বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা এদিন তিপ্রা মথা দলে যোগদান
করেন। সেখানে উপস্থিত ছিলেন তিপ্রা মথার দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন, বিধায়ক
রঞ্জিত দেববর্মা, বিজয় রাঙ্খল ও মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ দলের অন্যান্যরা।অনুষ্ঠানে
প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, বর্তমানে তিপ্রা মথা দলে অনেক লোক যোগদান করছেন। তারা
কেন যোগদান করছেন, বা কি উদ্দেশ্যে করছেন। অনেকে তিপ্রা মথা দলের ক্ষমতা ব্যবহারের জন্য যোগদান করছেন।তিপ্রা
মথা কোন রাজনৈতিক দল নয়, তিপ্রা মথা হল একটি আন্দোলন। পার্টি কম আন্দোলন বেশি। যদি
দল করতাম তাহলে কোন দিন কংগ্রেস ছাড়তাম না। কংগ্রেস জাতীয় দল ছিল। আমি সেই দলের সভাপতিও
ছিলাম।সব সুবিধা ছিল। কিন্তু আমি নোটিশ করলাম যে জাতীয় দলে তিপ্রাসার জন্য কথা বলার
জন্য জায়গা হবে না। জানালেন তিনি।
akb tv news
13.10.2025

