আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিধায়ক তোফাজ্জল হোসেন'কে শো-কজ নোটিশ দিল দল।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন'কে শো-কজ নোটিশ দিল দল। প্রসঙ্গত,অতি সম্প্রতি বক্সনগরের ফুটবল মাঠের জন্য সাংসদ উন্নয়ন তহবিল থেকে সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক টাকা দেননি বলে প্রকাশ্যে বলেছিলেন স্থানীয় বিধায়ক তোফাজ্জল হোসেন। বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তাকে বাধা দিলেও বিপ্লবী ভূমিকায় ক্ষোভ উগরে দেন তিনি।আগামী পাঁচ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে হবে বিধায়ককে। এনিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে।






    akb tv news 

    19.10.2025 


    3/related/default