আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্য সরকারকে ধন্যবাদ জানাল ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এম সি কমিটি।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    রবিবার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এম সি কমিটি’র কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে দুর্গা উৎসবকে ঘিরে রাজ্য সরকার তথা খাদ্য দপ্তরের উদ্যোগে রেশন ভোক্তাদের মধ্যে বিনামূল্যে চিনি, সুজি ও ময়দা প্রদান করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানায় ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতি এম সি কমিটি’র কর্মকর্তারা। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি এ এম সি কমিটির সভাপতি উত্তম কুমার ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত দু'বছরের মত এবছরও দুর্গাপূজাকে সামনে রেখে ভোক্তাদের বিনামূল্যে এই সকল সামগ্রী প্রদান করার পাশাপাশি আগামী দিনও এই প্রক্রিয়া অব্যাহত রাখার আবেদনও জানান তারা। প্রসঙ্গত, এখন পর্যন্ত ৮৫ শতাংশ জনগণ এই সুবিধা গ্রহণ করেছে। যারা এখনো এই সকল সামগ্রী নেয়নি তাদেরকে আগামী ৩০শে অক্টোবরের মধ্যে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।     

     







    akb tv news 

    19.10.2025 

    3/related/default