মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াইয়ের তুলাশিখর বাজারে ৫ কোটি ৬১ লক্ষ
টাকা ব্যয়ে দ্বিতল পাকা ভবনের শিল্যানাস করা হয়। শিলান্যাস করেন রাজ্যের দুই মন্ত্রী
রতনলাল নাথ ও অনিমেষ দেববর্মা। গাছে জল ডেলে
ও ফলক উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন দুই মন্ত্রী। কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে
রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়াইয়ের তুলাশিখর বাজারে ৫ কোটি ৬১ লক্ষ
টাকা ব্যয়ে দ্বিতল মার্কেট নির্মাণ করা হবে।অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বলেন, সবার
আগে দরকার খাদ্য।কারন খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারব না। তার সঙ্গে দরকার পানীয় জল। এরপর
দরকার বাসস্থান।এরপর দরকার হল বস্ত্র।এগুলির পর আসে স্বাস্থ্য। এই গুলির সঙ্গে সবচেয়ে
জরুরি হল শিক্ষা।এর পাশাপাশি বিদ্যুতেরও দরকার হয় বলে তিনি জানান।
akb tv news
04.11.2025

