নিজস্ব প্রতিনিধিঃ
জিরানিয়া রেলওয়ে স্টেশনে বিপুল পরিমাণ এস কফ বোতল উদ্ধার মামলায় প্রথম থেকেই পুলিশের উপর একটা চাপ ছিল। সরকারের উপরও বিরোধীরা এই ইস্যুতে চেপে বসে। এই পরিস্থিতির মধ্যে তদন্তের কাজ করে চলেছে ক্রাইম ব্রাঞ্চ। সুত্রে খবর এই কাণ্ডে আরও দুইজনকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ। দীর্ঘ তদন্ত ও গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুই অভিযুক্তকে কলকাতা ও দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের নাম অরুণ কুমার ঘোষ (৫৮), পিতা – কৃষ্ণধন ঘোষ ও হিমাংশু ঝা ওরফে সোনু (৩২), পিতা – আলোক ঝা। অরুণ কুমার ঘোষকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, হিমাংশু ঝা-কে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিল্লি থেকে আগরতলা নিয়ে আসা হয়েছে জিরানিয়া ফেন্সি কাণ্ডে ধৃত হিমাংশু ঝা ওরফে সোনুকে । উল্লেখ্য, এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পূর্বে গ্রেফতার করা হয়েছে রাজীব দাশগুপ্তকে। ক্রাইম ব্রাঞ্চ মোট তিনজনকে এখন পর্যন্ত গ্রেফতার করেছে জিরানিয়া এসকফ উদ্ধার কাণ্ডে এমনটাই জানিয়েছেন জানিক পুলিশ আধিকারিক।
akb tv news
03.11.2025

