আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুর্ঘটনাগ্রস্ত একটি স্কুল বাস।। এক মহিলা পথচারীর মৃত্যু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ভয়ঙ্করভাবে দুর্ঘটনাগ্রস্ত একটি স্কুল বাস! গুরুতর আহত অবস্থায় প্রায় ১১ জন ছাত্র ছাত্রী এবং ১ মহিলাকে উদ্ধার করা হয়! ঘটনা  শুক্রবার কাঁঠালতলি বাইপাস সড়কে। বাসটি মনফোর্ট স্কুলের। কিভাবে দুর্ঘটনাগ্রস্ত হল স্কুল বাস- জানান এলাকাবাসী। এই দুর্ঘটনায় এক জন পথচারী মহিলা এবং বাসে থাকা স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া হয়েছে হাঁপানিয়া হাসপাতালে। এই  দুর্ঘটনায় আহত পড়ুয়ারা সবাই বিপদমুক্ত বলে জানা গেছে। তাদের  প্রাথমিক চিকিৎসা চলছে হাপানিয়াস্থিত  ডঃ বি আর আম্বেদকর  হাসপাতালে।  জানা গেছে এই স্কুল বাস দুর্ঘটনায় পথচারী মহিলার মৃত্যু হয় জিবি হাসপাতালে! মৃতার নাম খেলা সরকার  বয়স (৫২), বাইপাস রেলব্রিজ সংলগ্ন এলাকায় বাড়ি। এ বিষয়ে ঘটনাস্থলে পৌঁছে  জনৈক পুলিশ আধিকারিক জানান যে তারা খবর পেয়ে তারা এসে দেখেন স্কুল বাস দুর্ঘটনাগ্রস্থ হয়েছে। আহতদের সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হাসপাতাল থেকে এই বিষয়ে জানান অপর  আরেকজন পুলিশ আধিকারিক। 














    akb tv news 

    07.11.2025

    3/related/default