আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “বন্দে মাতরম'' স্রেফ গান নয়, এটা আসলে মন্ত্র।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি হল শুক্রবার। সেই বিশেষ দিনে একগুচ্ছ পদক্ষেপ গ্রহন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে এক বছর ব্যাপী উদযাপন হবে বলে ঘোষণা করলেন তিনি। সেই জন্য বিশেষ পোর্টালও তৈরি হয়েছে। বিশেষ স্ট্যাম্প এবং কয়েন প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিশেষ দিনে দেশবাসীকে তাঁর বার্তা, বন্দে মাতরমের প্রতিটি শব্দ ভারতকে বিশ্বাস যোগায় যে  কোনও কিছুই অসাধ্য নয়। শুক্রবার ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়াম থেকে বন্দে মাতরমের স্মারক স্ট্যাম্প এবং কয়েন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সূচনা করেন বন্দে মাতরম বিশেষ পোর্টালেরও।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ আরও অনেকে। অনুষ্ঠানে সকলের সঙ্গে গলা মিলিয়ে বন্দে মাতরম পুরো গানটি গান প্রধানমন্ত্রী। আগামী একবছর ধরে পালিত হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়র রচিত এই গানের সার্ধশতবর্ষ। শুক্রবারের এই অনুষ্ঠানে বিশেষ দিনে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বন্দে মাতরম স্রেফ গান নয়, এটা আসলে মন্ত্র। এই গানের আবেগটাই ভারতমাতাকে ঘিরে। এই গান ভারতের মধ্যে বিশ্বাস যোগায়, আমাদের লক্ষ্য যতই কঠিন হোক না কেন, তা ভারতবাসীর পক্ষে অসাধ্য নয়। এক সুরে যখন গোটা দেশ এই গান গেয়ে ওঠে, তখন ফুটে ওঠে ভারতের ঐক্যের ছবি। একের পর এক প্রজন্মকে উদবুদ্ধ করেছে এই বন্দে মাতরম।











    akb tv news 

    07.11.2025

    3/related/default