নিজস্ব প্রতিনিধিঃ
সর্দার বল্লবভাই প্যাটেলকে বাদ দিয়ে ভারতকে কল্পনাও করা যায় না। তিনি তৎকালীন সময়ে বিভিন্ন রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শনিবার সামাজিক মাধ্যমে লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীতে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে সরকারিভাবে এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন শাখা সংগঠনের তরফ থেকেও রান ফর ইউনিটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সর্দার বল্লভাই প্যাটেলকে বাদ দিয়ে ভারতকে কল্পনাও করা যায় না। তিনি ছিলেন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার এই কাজের জন্য তাকে “ভারতের লৌহমানব” বা “ভারতের একীভূতকারী” হিসেবে অভিহিত করা হয়। তাঁর কথায়, সর্দার প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কারণ তার দৃঢ় নেতৃত্ব, বলিষ্ঠ সংকল্প এবং স্বাধীন ভারতে দেশীয় রাজ্যগুলোকে একীভূত করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য। বিনা রক্তপাতে তিনি ৫৬৫টিরও বেশি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার এই দৃঢ় সংকল্প ও সাহসিকতার জন্য তিনি বিখ্যাত। এদিন তিনি আরও বলেন, সর্দার বল্লভাই প্যাটেলের শক্তিশালী ভারত নির্মাণের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ অর্থনৈতিক, সামাজিক ও বিভিন্ন দিক দিয়ে এগিয়ে গেছে। সর্দার বল্লভাই প্যাটেলের অবদানকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
akb tv news
01.11.2025

