নিজস্ব প্রতিনিধিঃ
বিমান থামিয়ে সাব্রুমের ওষুধ ব্যবসায়ীকে নিয়ে
গেল সিবিআই।সাব্রুমের এক দম্পতিকে সাথে নিয়ে বৃহস্পতিবার চেন্নাই যাচ্ছিলেন সাব্রুমের ব্যবসায়ী
অভিজিৎ দে।চেন্নাইগামী বিমান থেকে অভিজিৎ দে'কে হঠাৎ নামিয়ে নেয় পুলিশ। পরে তার সাথে
থাকা দম্পতি জানতে পারেন যারা অভিজিৎ'কে নিয়ে গেছেন তারা বিধাননগরের CBI আধিকারিক।
কি কারণে তাকে নিয়ে গেছে এখনও জানা যায়নি।
akb tv news
20.11.2025

