আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর মতবিনিময় অনুষ্ঠান।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা, আঞ্চলিক কার্যালয়, আগরতলার উদ্যোগে বৃহস্পতিবার রাজধানীর মানিক্য কনক্লেভে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ভারত সরকারের ডাইরেক্টর জেনারেল পি. সঙ্গীত কুমার, শ্রম কমিশনার অসীম সাহা ,যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাশ ও রিজিওনাল পিএফ কমিশনার লিও জোসেফ মারান্ডি সহ অন্যান্যরা।অনুষ্ঠানে উপস্থিত অথিতিরা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।










    akb tv news 

    20.11.2025


    3/related/default