নিজস্ব প্রতিনিধিঃ
কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থা, আঞ্চলিক কার্যালয়, আগরতলার উদ্যোগে বৃহস্পতিবার
রাজধানীর মানিক্য কনক্লেভে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর এক মতবিনিময়
অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়,
ভারত সরকারের ডাইরেক্টর জেনারেল পি. সঙ্গীত কুমার, শ্রম কমিশনার অসীম সাহা ,যুগ্ম শ্রম
কমিশনার বিনয় ভূষণ দাশ ও রিজিওনাল পিএফ কমিশনার লিও জোসেফ মারান্ডি সহ অন্যান্যরা।অনুষ্ঠানে
উপস্থিত অথিতিরা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা
করেন।
akb tv news
20.11.2025

