আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় পোর্টালে তোলার সময়সীমা বৃদ্ধির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় পোর্টালে তোলার সময়সীমা বৃদ্ধির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। এই সম্পত্তির হিসেব কেন্দ্রীয় পোর্টালে তোলা বাধ্যতামূলক। তবে সময়সীমা বাড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত।সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়েছে, নথিভুক্ত করার সময় যদি কোনও প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে তা হলে সেটা ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে জানানো যেতে পারে। সময়সীমা বৃদ্ধির আবেদনও করার সুযোগ থাকবে। ট্রাইব্যুনাল তা বিবেচনা করতে পারে।ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করার সময়সীমা আরও ছ’মাস বাড়িয়ে দেওয়া হোক! সুপ্রিম কোর্টে এমনই আবেদন করা হয়েছিল। কিন্তু সোমবার দেশের শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে দিল। এদিনের শুনানিতে বেঞ্চ মামলাকারীদের উদ্দেশে বলে, ‘আপনারা ট্রাইব্যুনালের কাছে যান। নির্দিষ্ট মামলার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে। ওয়াকফ আইন আমরা নতুন করে লিখতে পারি না। আইনের প্রয়োগ হতে দিন। 












    akb tv news 

    02.12.2025

    3/related/default