নিজস্ব প্রতিনিধিঃ
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে ভোটার তালিকার
বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর। সংশোধনের মূল কারণ ভোটার তালিকায় ‘ভুত’ খুঁজে বের
করা। এবার সেই কাজে বিশেষ পর্যবেক্ষক হিসেবে রাজ্যে আসছেন পাঁচ আধিকারিক। নির্বাচন
কমিশনের নির্দেশে এস আই আরের কাজের শেষ দিন পর্যন্ত রাজ্যে থাকবেন তাঁরা। জানা গিয়েছে,
পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় কেন্দ্রের মুঠো আরও শক্ত করতে চলেছে নির্বাচন কমিশন।
সেই উদ্দেশে রাজ্যে আসছেন পাঁচ বিশেষ পর্যবেক্ষক। পাঁচ আধিকারিকই যুগ্ম সচিব পর্যায়ের
আইএএস আধিকারিক। তাঁরা এখানে এসে বিভিন্ন ডিভিশনের দায়িত্ব নেবেন। কয়েকটি জেলা নিয়ে
তৈরি হবে একটি করে ডিভিশন। এই পাঁচ আধিকারিককে স্পেশাল রোল অবজারভার বলছে কমিশন। কমিশন
জানিয়েছে এই বিশেষ আধিকারিকরা গণনা, নোটিস এবং চূড়ান্ত তালিকা প্রকাশ এই প্রতিটি পর্যায়ে
কড়া নজরদারি চালাবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রেসিডেন্সি ডিভিশনের দায়িত্বে
থাকবেন প্রতিরক্ষা দপ্তরের যুগ্ম সচিব কুমার রবিকান্ত সিং। মেদিনীপুর ডিভিশনের দায়িত্ব
নেবেন স্বরাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব নিরজ কুমার বনসোড়। বর্ধমান ডিভিশনের দায়িত্বে
থাকবেন তথ্য ও সম্প্রচার দপ্তরের যুগ্ম সচিব কৃষ্ণ কুমার নিরালা। অন্যদিকে, মালদা ডিভিশনের
দায়িত্ব নেবেন অর্থ দপ্তরের যুগ্ম সচিব অলক তিওয়ারি। জলপাইগুড়ি ডিভিশনের দায়িত্বে থাকবেন
গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব পঙ্কজ যাদব।
akb tv news
08.12.2025

