আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্লাস্টিক ইস্যুতে জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতে প্লাস্টিকের ব্যবহার লাগামছাড়া। জলের বোতল থেকে শুরু করে খাবারের প্যাকেট, কোথাও মানা হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি। এর ফলে ক্যানসারের মত মারণ রোগ হতে পারে। এই মর্মে একটি জনস্বার্থ হয়েছিল দেশের সুপ্রিম কোর্টে। সব ধরনের প্লাস্টিক প্যাকেটিংয়ে হু-র বিধি মানার আবেদন জানানো হয় পিআইএলে। যদিও সেই পিটিশন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। উলটে বিচারপতিরা মন্তব্য করলেন, এ সবই হল ‘ধনীদের শহুরে আতঙ্ক’। প্যাকেট নমনীয় করার জন্য প্ল্যাস্টিকে অ্যান্টিমোনি এবং ডিইএইচপি রাসায়নিক ব্যবহার করা হয়। জনস্বার্থ মামলা  আবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের মত হল এই রাসায়নিক থেকে ক্যানসার হতে পারে। অথচ বোতল বা প্যাকেটের উপকরণে তা সামান্য পরিমাণে রাখার বিষয়ে আপত্তি করেনি কেন্দ্রীয় সংস্থা এফএসএসএআই। জনস্বার্থ মামলাটি উঠেছিল বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। 

     









    akb tv news 

    19.12.2025

    3/related/default