আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্নশান চুল্লীর উদ্ধোধন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    শুক্রবার কৈলাসহর পুর পরিসদ এলাকায় উদ্ধোধন হল বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লীর।  মন্ত্রী টিংকু রায়ের হাত ধরে কৈলাসহর পুর পরিসদের সতের নং ওয়ার্ড এলাকায় এই বৈদ্যুতিক  পরিবেশবান্ধব শ্মশান চুল্লীর উদ্ধোধন হয়। উদ্ধোধনী অনুস্টানে মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিসদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, ঊনকোটি জেলা পরিসদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলা পরিসদের সদস্য বিমল কর, বিশিষ্ট সমাজসেবী রথিন্দ্র চৌধুরী ও পুর পরিসদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধর সহ অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী টিংকু রায় বলেন, বৈদ্যুতিক পরিবেশ বান্ধব শ্মশান চুল্লীর উদ্ধোধন হওয়ায় শহরবাসীর উপকার হবে।তেমনি বৈদ্যুতিক পরিবেশবান্ধব শ্মশান  চুল্লীর চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মান করতে হবে এবং মানুষের বসার জন্য শেড খুব শীঘ্রই নির্মান করা হলে শ্মশান চুল্লীতে যারা আসবেন তাদের সুবিধা হবে বলে তিনি জানান। 


















    akb tv news 

    19.12.2025

    3/related/default