আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দাম্পত্য জীবনে অশান্তি।। নিজের জীবন দিল এক তরুণী বধূ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের মর্মান্তিক ঘটনা ঘটল। ১১ মাসের শিশুকে রেখে নিজের জীবন দিল এক তরুণী বধূ। দাম্পত্য জীবনের অশান্তি থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। ঘটনাটি ঘটেছে শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর সাহা পাড়ায়। মৃতার নাম সমাপ্তি রুদ্র পাল। তার স্বামী অশোক পাল। মৃতার স্বামী অশোক পাল জানান, ঘরের দৈনন্দিন কাজকর্ম ও শিশুর পরিচর্যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তাদের মধ্যে সামান্য বাকবিতণ্ডা হয়। সেই সময় সমাপ্তি তার শাশুড়ির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বলে স্বামীর দাবি। বিষয়টি শ্বশুরবাড়িতে জানিয়ে ছিলেন অশোক, সমাপ্তির বাবা মা তাকে কিছুটা বকাঝকা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হয়ে আসে বলে জানান অশোক পাল।এরপর অশোক পাল টিউশনে বেরিয়ে যান। যাওয়ার আগে তাকে সমাপ্তি কিছু খাবার নিয়ে আসার কথাও বলেন বলে জানান স্বামী। কিছু সময় পর অশোকের মা ফোন করে জানান, সমাপ্তি বাথরুমে গিয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ভেতর থেকে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে সমাপ্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে গোটা ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিয়ে হয়েছে মাত্র দু’বছর হয়েছে বলে জানা গেছে।











    akb tv news 

    19.12.2025


    • নবীনতর

      দাম্পত্য জীবনে অশান্তি।। নিজের জীবন দিল এক তরুণী বধূ।। AKB TV News

    3/related/default