আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজধানীর ইসকন মন্দিরে গীতা মহাযজ্ঞ অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয়।ইতিহাসে এই দিনে ৫০০০ বছর পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভগবদ্গীতা জ্ঞান প্রদান করেছিলেন। এই মহান দিনটিকে স্মরণ করতে এই উৎসবটি উদযাপন করা হয়।গীতার মূল শিক্ষা হল অতীত-ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে বর্তমানে মনোযোগ দেওয়া এবং সঠিক পথে থেকে ধর্ম অনুযায়ী কাজ করা। ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করা। তাছাড়া নিজের অহং বোধকে ত্যাগ করে ঈশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই গীতা জয়ন্তীকে সামনে রেখে সোমবার আগরতলার ইসকন মন্দিরে আয়োজিত হয় গীতা মহাযজ্ঞের। এদিন এই গীতা মহাযজ্ঞকে ঘিরে ভক্তদের বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। সকাল থেকেই ভক্ত সমাগম ঘটে মন্দির প্রাঙ্গনে।দিনভর চলে নানা অনুষ্ঠান।
















    akb tv news 

    01.12.2025


    3/related/default