Type Here to Get Search Results !

টিবিএসই উচ্চমাধ্যমিকের কলা ও বাণিজ্য বিভাগের ফলপ্রকাশ

তন্ময় বনিক,আগরতলাঃ
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পর প্রকাশিত হলো কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল। কলা বিভাগের পাশের হার ৭৮.১৭% । বাণিজ্যে পাশের হার ৬৭.১৮% । সামগ্রিকভাবে পাশের হার ৭৮.৬২% । শুক্রবার(৮জুন) সকালে পর্ষদ ভবনে এক সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি মিহির দেব। এবছর কলা ও বাণিজ্য বিভাগে পরীক্ষার্থী ছিল ২০,৪১৮ জন। তাদের মধ্যে পাশ করেছে ১৬,০৫২ জন। জেলা ভিত্তিক পাশের হার অনুযায়ী সবচাইতে ভালো ফল করে দক্ষিণ জেলা। পাশের হার ৭৬.৪২% । সবচাইতে খারাপ ফল করে ধলাই জেলা। পাশের হার ৬৩.২৫% । সিপাহীজলা জেলায় পাশের হার ৭৫.৫৯% । পশ্চিম জেলায় পাশ করেছে ৬৯.৩২% পরীক্ষার্থী। গোমতী জেলায় পাশের হার ৭২.৩৯% । উত্তর জেলায় ৬৭.০৮% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। ঊনকোটি জেলায় পাশের হার ৬৯.৩৫% । খোয়াই জেলায় পাশ করেছে ৬৯% পরীক্ষার্থী। 
১৭ টি বিদ্যালয়ে একশো শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে। কোনও ছাত্রছাত্রী পাশ করতে পারেনি এবছর এমন কোন স্কুল নেই। পর্ষদ সভাপতি জানান আগামী ১২জুন মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।

ছবিঃ সুমিত কুমার সিংহ
৮ই জুন ২০১৮ইং    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.